Posts

BEST SAD STATUS IN BENGALI

Image
কিছু মুহুর্ত  রো দের তীব্রতা আজ সার্থক। একধরণের স্নিগ্ধতা রয়েছে তোমার ওই চাওনিতে।একবার ওই হাতদুটির বন্ধন মুক্ত করে দেখো , দেখবে পৃথিবীতে অনেক ভালোবাসার ছোয়া রয়েছে, তোমাকে আগলে রাখার জন্য। জীবনের কিছু পুরোনো স্মৃতি আজ রোদের উত্তাপে এ চলো সব  পুড়িয়ে ফেলি। জীবনের অনেকটা পথ বাকি আছে, চলো না নতুন করে শুরু করে দেখি, হয়তোবা অনেক ভালো সময় তোমার জন্য হাতছানি দিয়ে তোমার অপেক্ষায় অপেক্ষারত।